১ জানুয়ারি ২০২৩ থেকে সপ্তাহব্যাপী আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স এর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৫টি বিভাগের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় নাচ, গান, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে কলেজ ক্যাম্পাস ছিলো উৎসবমুখর।
পুরস্কার বিতরণীর আয়োজন করা হয় ঢাকার অদূরে সাভার, বিরুলিয়াতে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কে জি ইকো রিসোর্ট ও পিকনিক স্পটে। আয়োজিত অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজের প্রাক্তন অধ্যক্ষ কানিজ মাহমুদা আক্তার এবং কলেজ প্রতিষ্ঠাতা শেখ সাবিনা।
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ফাতিমা সুরাইয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রথমবারের মতো দুটি বিশেষ পুরস্কার, লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২ এবং ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২২ প্রদান করেন। এবছর লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২ পেয়েছে কলেজের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাদিয়া আহসান এবং ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছে শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সঞ্চিতা দাশ সৃষ্টি।