01701214340, 01701214343 (Call for Payment Info)
বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প বিভাগ হচ্ছে এমন একটি বিভাগ যেখানে পোশাক, পোশাক এর আনুষাঙ্গিক জিনিস এবং পোশাক উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল পদ্ধতি গুলোর বর্ণনা তুলে ধরা হয়। পোশাক পরিচ্ছদ আমাদের জীবনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। পোশাক হচ্ছে মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে একটি। আর তাই বর্তমান বিশ্বে দিন দিন টেক্সটাইল শিল্প উন্নত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশে ও পোশাক মিল গড়ে উঠেছে। পোশাক শিল্প গড়ে ওঠার পাশাপাশি কর্মক্ষেত্রের ও সৃষ্টি হচ্ছে ব্যাপক হারে। আর বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প বিভাগ টেক্সটাইল মিলগুলোর সাথে সম্পৃক্ত বিভিন্ন সেক্টর সম্পর্কে পড়ানো হয়ে থাকে। এর ফলে শিক্ষার্থীরা টেক্সটাইল সম্পর্কিত বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারে এবং নিজ দক্ষতা বৃদ্ধি করতে পারে। তাই আকিজ কলেজ অব হোম ইকনমিক্স-এ বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প বিভাগটি সংযুক্ত করা হয়েছে। চার বছরের বি.এসসি (অনার্স) এর ক্ষেত্রে নি¤œলিখিত কোর্সগুলো রয়েছে।
এই কোর্সে পরিবারের পোশাক পরিচ্ছদ, ওয়ারড্রোব পরিকল্পনা, পোশাকের সিদ্ধান্ত গ্রহণ, বাজেট, বিভিন্ন বয়সের পোশাক চাহিদা, ইত্যাদি বিষয় সংযুক্ত থাকে।
এই কোর্সটিতে সংযুক্ত থাকে টেক্সটাইল শিল্পের কাঁচামাল এর বিস্তারিত বিবরণ। প্রাকৃতিক ও কৃত্রিম তন্তু সম্পর্কে বিস্তারিত পড়ানো হয় এই কোর্সে।
সুতা হলো কাপড় তৈরী মূল উপাদান। এই কোর্সে সুতার উৎপাদন এর বিস্তারিত পড়ানো হয়ে থাকে। ফাইবার থেকে সুতার উৎপাদন, প্রযুক্তির ব্যবহার এগুলো সংযুক্ত থাকে এই কোর্সে।
ফেবরিক এর উৎপাদন, উৎপাদনের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার এগুলো বিস্তারিত জানা যায় এই কোর্সের মাধ্যমে।
ডিজাইন বা নকশার মূলনীতি, বেসিক ডিজাইন, নকশার উপাদান, উৎস ইত্যাদি সংযুক্ত করা হয়েছে এই কোর্সে।
বিভিন্ন দেশের ঐতিহাসিক পোশাক, বিভিন্ন যুগের পোশাক, বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক, বহুল উৎপাদিত বিখ্যাত পোশাক, স্থানীয় পোশাক ইত্যাদি সম্পর্কে এই কোর্সে পড়ানো হয়ে থাকে।
বিভিন্ন গঠন ও নকশার কাপড় এর সম্পর্কে বিস্তারিত জানা যায় এই কোর্সের মাধ্যমে।
এই কোর্সটি একজন শিক্ষার্থীকে সহায়তা করে থাকে ফ্যাশন ডিজানিং এর বিভিন্ন আনুষাঙ্গিক জিনিস, ফ্যাশন ফিগার, তথাপি ফ্যাশন ডিজাইনিং সম্পর্কে জানতে।
গার্মেন্ট মেনুফ্যাকচারিং টেকনোলজি গার্মেন্টস সেক্টর এর বিভিন্ন দিক তুলে ধরে। গার্মেন্টস প্যাটার্ন মার্কার স্পেরেডিং, অলটারেশন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
গার্মেন্ট মার্চেন্ডাইজিং এর মাধ্যমে জানা যায় কস্টিং, এডভারটাইজিং, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন ধাপের ক্রেতা- বিক্রেতা, লেবেলিং, কোয়ালিটি স্ট্যান্ডার্ড ইত্যাদির সম্পর্কে।
এই কোর্সটির মাধ্যমে শিক্ষার্থীকে গার্মেন্টস মেশিনারিজ, সেলাই, সেলাই সমস্যা, ইন্টার লাইনিং, ট্রিনিংস, প্রেসিং, ফোল্ডিং, প্যাকেজিং বিকল্প পদ্ধতিতে কাপড় এর সংযোজন ইত্যাদি জানানো হয়।
এই কোর্সটি টেক্সটাইল পণ্য থেকে শুরু করে প্রতিটি ধাপে টেক্সটাইল পণ্যগুলোকে পরীক্ষা করার পদ্ধতি সম্পর্কে তুলে ধরে এবং পণ্যের কোয়ালিটি বা মানকে নিয়ন্ত্রণ করা হয় কিভাবে তা জানা যায় এই কোর্সের মাধ্যমে।
টেক্সটাইল ডাইং এর বিস্তারিত, প্রিন্টিং এর বিস্তারিত ও ফিনিশিং সম্পর্কে জানতে ও টেক্সটাইল ক্যামিস্ট্রি সম্পর্কে জানতে এই কোর্স সাহায্য করে।
ফ্যাশন ডিজাইন এর সকল বিষয়ের অত্যন্ত আধুনিক পদ্ধতি, ঈঅউ, ঈঅগ এগুলোর সম্পর্কেও জানা যায় এই কোর্সের মাধ্যমে।
টেক্সটাইল পণ্য ও ফ্যাশনের মার্কেটিং এর বিভিন্ন দিক এই কোর্সের মাধ্যমে তুলে ধরা হয়ে থাকে।
উৎপাদন, পণ্যের পরিকল্পনা, উন্নয়ন, মান নিয়ন্ত্রণ, ফ্যাক্টরী পরিকল্পনা ইত্যাদি বিভিন্ন দিক সম্পর্কে এই কোর্সের মাধ্যমে জানা যায়।
পরিসংখ্যানের বিভিন্ন পদ্ধতি প্রণালী বিজ্ঞানের বিভিন্ন জ্ঞান এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা পেয়ে থাকে যা টেক্সটাইলের বিভিন্ন ক্ষেত্রে কাজে লেগে থাকে।
০৪ বছরের স্নাতক (সম্মান) কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি করতে পারে টেক্সটাইল এর বিভিন্ন ক্ষেত্রগুলো সম্পর্কে। তারা টেক্সটাইল তন্তু বা ফাইবার, সুতা, কাপড়, পোশাক তৈরী, তৈরীর ক্ষেত্র, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং, টেক্সটাইল ম্যানেজম্যান্ট, মার্কেটিং, ফ্যাশন ডিজাইনিং, টেক্সটাইল মার্চেন্ডাইজিং ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারে।
০৪ বছর মেয়াদি সম্মান কোর্সের পর ০১ বছর মেয়াদি মাস্টার্স কোর্সের শিক্ষার্থীরা টেক্সটাইল এর সম্পর্কে আরও জানতে পারে। যে সকল বিষয় এর-মধ্যে অন্তর্ভুক্ত তা হলো :
মাস্টার্স কোর্সে শিক্ষার্থীরা মানব সম্পদ, মানব সম্পদ এর ব্যবস্থাপনা, মানব সম্পদকে কাজে লাগানোর পরিকল্পনা, ক্ষুদ্র ব্যবসা পরিচালনা, পণ্যের উৎপাদন, উৎপাদন পরিচালনা ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করে ও দক্ষতা অর্জন করে। একজন সফল উদ্যোক্তা হতে সাহায্য করে।
শিক্ষার্থীরা বি.এসএস পরীক্ষা সহ অন্যান্য সকল সরকারী চাকরীর জন্য আবেদন করতে পারবে।
‘বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প’ হলো একটি চাকরীর উপযোগী ও সম্পর্কযুক্ত বিষয়। শিক্ষার্থীরা তাদের কোর্স শেষে বিভিন্ন টেক্সটাইল সেক্টর গুলোতে কাজের অনেক ক্ষেত্র পেয়ে থাকে। যেমন-