Home
Events
নবীন বরণ ২০২২

Contact Details

  • নবীন বরণ ২০২২

নবীন বরণ ২০২২

২৮ নভেম্বর ২০২২, সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টি.এস.সি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স এর ১ম বর্ষ বি.এসসি (সম্মান) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের নবীন বরণ। নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখরিত হয়ে উঠে পুরো টি.এসসি প্রাঙ্গন। অনুষ্ঠানের প্রথমে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় নবীন শিক্ষার্থীদের।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ প্রতিষ্ঠাতা শেখ সাবিনা। এছাড়া অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যানসহ শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স এর অধ্যক্ষ অধ্যাপক ফাতিমা সুরাইয়া। অতিথিদের বক্তব্যের পর কলেজের শিক্ষার্থীদের দ্বারা আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন নবীন বরণ কমিটির আহবায়ক শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক তাহমিনা মোমেন।